নীট কনসার্নের কাছে বড় ব্যবধানে হারলো রাইফেল ক্লাব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : টানা ১০ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হবার পর ২৬ জুন রবিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলা হয়েছে। খেলায় নীট কনসার্ন ক্রিকেট একাডেমীর কাছে ১২৪ রানের বড় ব্যবধানে হার মেনেছে রাইফেল ক্লাব। রবিবার সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নীট কনসার্নের ক্যাপ্টেন তৈয়বুর পারভেজ। ওপেনার সজল ২ ছয়ে ১৪ রানে ফিরলেও আরিফ ছিলেন অবিচল। ৪ চার ও ৪ ছয়ে ফিরেন ৬৯ রানে। আশপাক জিতু ২ চার ও ১ ছয়ে ফিরেন ২৪ রানে। মিডল অর্ডারে আসিফ মেমে করেন সেঞ্চুরী ৮৮ বলে ৮ ছয় ও ৩ চারে ফিরেন ১০১ রানে। অধিনায়ক তৈয়বুর পারভেজ ৮৩ বলে ৩ চার ও ৩ ছয়ে করেন ৭৯ রান। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৩১৯ রান।

রাইফেল ক্লাবের রাজু ২ উইকেট পান ৭৩ রানে। বিশাল রানের চাপ সামলাতে পারেনি রাইফেল ক্লাবের খেলোয়াড়েরা। অধিনায় নুরুজ্জামান মাসুম একা লড়েছেন। ৮৭ বলে ৭ ছয় ও ১ চারে রান আউট হয়ে ফিরেন ৬৩ রানে। আমান ফিরেন ২ ছয় ও ১ চারে ২৮ রানে। ২৪ রানে ফিরেন আরিফুল। ওপেনার তানজিম ২ ছয় ও ১ চারে ফিরেন ২৩ রানে। সাজিদ আউট হন ১৯ রানে। শাকিল করেন ১২ রান। নীট নীট কনসার্নের তৈয়বুর পারভেজ, ফয়সাল সরকার ও শুভগত হোম ২টি করে উইকেট তুলে নেন।

সংক্ষিপ্ত স্কোর :

নীট কনসার্ন ক্রিকেট একাডেমী : ৩১৯/৮ (৫০ ওভার) আসিফ ১০১, আরিফ ৬৯, তৈয়বুর পারভেজ ৭৯, আশফাক জিতু ২৪, আব্দুল কাদির সজল ১৪। অতিরিক্ত : ২১। রাজু ২/৭৩।

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব : ১৯৫/৯ (৫০ ওভার) আমান ২৮, নুরুজ্জামান মাসুম ৬৩, তানজিম ২৩, আরিফুল ২৪, সাজিদ ১৯, শাকিল ১২। অতিরিক্ত : ১৫। ফয়সাল ২/২১, তৈয়বুর ২/৩২, শুভগত হোম ২/৫০।

add-content

আরও খবর

পঠিত