নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে মাবিয়া হত্যা মামলার ৬ দিন পর অবশেষে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো : প্রধান আসামী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা কলাবাগ এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে আব্দুল আউয়াল ও আব্দুল আউয়ালের ছেলে মির্জা (২৫) এবং নূরনবী (২৩)। গ্রেফতারকৃতদের ২৪শে জুন শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে গত ২৩ জুন বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বন্ধেরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এরআগে গত ১৭ই জুন শুক্রবার বিকাল ৩টায় কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী মাবিয়া বেগম (৫৫) তাদের নিজ গাছ থেকে ৩টি কাঁঠাল পারে। কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধা মাবিয়া বেগমের সাথে প্রতিপক্ষ আব্দুল আউয়ালের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় প্রতিপক্ষ ঘাতক হাজী আব্দুল আউয়ালসহ ও তার তিন ছেলে শাহ আলম, মির্জা ও নূরনবী ক্ষিপ্ত হয়ে সেই বৃদ্ধা মহিলাকে বেধম ভাবে পেটালে ঘটনাস্থলেই সেই বৃদ্ধার মৃত্যু হয়। পরবর্তীতে ১৮ জুন শনিবার নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩১, তারিখ-১৮/০৬/২০২২ইং।
জানা যায়, ঘটনার দিন ভিকটিম (মাবিয়া বেগম) তার গাছের কাঁঠাল পাড়তে গেলে বিবাদীরা তাকে কাঁঠাল পাড়তে বাধা দেয়। কিন্তু ভিকটিম (মাবিয়া বেগম) তার নিজ গাছের কাঁঠাল পেড়ে নিয়ে আসলে বিবাদীরা তার উপর ক্ষিপ্ত হয় এবং পরস্পর যোগসাজশে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। পিটানোর একপর্যায়ে ভিকটিম মাথায় লাঠি দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। হত্যাকান্ডটি স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে নেওয়ার অপকৌশল হিসেবে বিবাদীদের ভিতরে একজন স্থানীয় মসজিদের মাইকে বৃদ্ধার স্বাভাবিক মৃত্যুর ঘোষণা দেয়।
এদিকে, বৃদ্ধা মাবিয়া বেগম হত্যা মামলার সাথে জড়িত অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে নারায়ণগঞ্জের বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।