৩,২৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ হাজার ২ শত ৩০ লিটার চোরাই ডিজেলসহ মো. দেলায়ার হোসেন (৩৮) ও মো. সজিব (৩৫) নামে জ্বালানী তেল চোরাই চক্রের সক্রিয় ২ সদস্য কে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ই জুন বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ থানাধীন তারাবো বিশ^রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. দেলায়ার হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকার মৃত রতন মিয়ার ছেলে এবং অপর আসামী মো. সজিব বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন পূর্ব রাজাখালী এলাকার শেখ ফরিদের ছেলে।

২৩ জুন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি (সহকারী পরিচালক) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা উভয়ই চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল ডিজেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা ও সরাবরাহ করে আসছিল। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। এছাড়া গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত