নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, জাতীয় পার্টি নেতা-কর্মীদের টেন্ডারবাজী করার প্রয়োজন হয় না। এরা শুধু জানে মানুষের সেবা করতে। এছাড়া কোন চাহিদা নাই। ১৭ই জুন শুক্রবার বিকালে বন্দরে জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যখন দল ভালো থাকে তখন লুটেরা-চাঁদাবাজ দলে অনুপ্রবেশ করতে চায়। আমাদের এখানে ইতোমধ্যেই একজন ভূমিদস্যুকে বহিস্কার করা হয়েছে। জাতীয় পার্টি তারাই করবো যারা মানুষের জন্য কাজ করতে পারি। আমরা দেখিয়ে দিতে চাই নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দূর্গ। জাতীয় পার্টি নারায়ণগঞ্জে লোভী না। তারা জানে ভবিষ্যত প্রজন্ম তৈরি করতে। তারা পেরেছে আমাকে দিয়ে ১০টি স্কুল করিয়ে নিতে।
এমপি সেলিম ওসমান বলেন, নির্বাচন অনেক পরে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। আমি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাবো এমন বাজেট দিন যেন আমরা বেঁচে থাকতে পারি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আলোচনা করুন। কাজ হলে দেখি আন্দোলন করা যায় কী না। আমরা জীবনের মূল্য পাই না। আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করেনি। জাতীয় পার্টি নারায়ণগঞ্জে অন্যভাবে চলবে। অন্য জায়গায় সম্মেলন হলেই মারপিট হয়।
তিনি আরো বলেন, এমন লোককে জাতীয় পার্টিতে ঢুকাবেন না যেন সুনাম নষ্ট হয়। আমরা নাসিম ওসমানের আমল থেকে সুনাম রক্ষা করে যাচ্ছি। আমি রওশন এরশাদকে মা বলে ডাকি। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমি দলের চেয়ারম্যানের কাছে অনুরোধ করব তাকে দেশে ফিরিয়ে আনুন।