নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : দেশে একনায়কতন্ত্র শাসন চাই না বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের বলেছেন, বিএনপি বলেছিল আমরা দুর্নীতি মুক্ত দেশ করবো। অথচ তারা চ্যাম্পিয়ন হযেছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ এবং বিএনপিতে আদর্শগত অনেক মিল আছে। কিন্তু চরিত্রগতভাবে কোন মিল নাই। বাংলাদেশের মানুষ এ থেকে পরিত্রাণ চায়। আর পরিত্রাণ দিতে পারে একমাত্র দল জাতীয় পার্টি। ১৭ই জুন শুক্রবার বিকালে বন্দরে জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।
এছাড়াও অতিথি করা হয় দলটির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, প্রধান বক্তা মহসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজা রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
সুইচ ব্যাংকে টাকা রাখা প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি দেখলাম সুইচ ব্যাংকে বাংলাদেশের অনেকের টাকা রয়েছে। যদি সৎ উপার্জনই হয় তাহলে সুইচ ব্যাংকে টাকা যাবে কেন। দেশে টাকা রাখতে ভয় কিসের। পাকিস্তানিরা আগে এদেশের সম্পদ লুটে পাকিস্তানে নিয়ে যেত এখনও আমাদের দেশের টাকা বাইরে পাচার করা হচ্ছে। আর এবার বাজেটে আইন করে কালো টাকা দেশে আনার সুযোগ দিতে চাইছে। এটা একটা অনৈতিক সুবিধা। আর যারা ক্ষমতায় আসার জন্য লাফালাফি করছে তারাও একই লুটপাট করেছে।
জেলার আহবায়ক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাসচিব ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংসদ সদস্য সেলিম ওসমানসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।