নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডের ভেতর ভবনের পাইলিং করতে গিয়ে গ্যাস লাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ ১৭ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে৷ ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৯ ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের ৯টি টিম।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দিনমনি শর্মা জানান, আমাদের গায়ে ফায়ার স্যুট থাকে। এটির তাপমাত্রা সহন ক্ষমতা আছে তবে এখানে আগুনের তাপ ছিল ভয়াবহ রকমের তীব্র। আমরা যে কারণে রিমোট কন্ট্রোল ফায়ার সার্ভিসের মাধ্যমে কাজটি করেছি। এর মাধ্যমে দ্রুত আগুন নিভিয়ে রোবট অভিযান সমাপ্ত করেছি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আদমজী ইপিজেডে পলমল গ্রুপের নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় গ্যাসের লাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন জ্বলতে থাকে ৷ ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি
তিনি আরও জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। গ্যাস লাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখন গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন ডাম্পিং চলছে। আগুনের সূত্রপাত পরে বলা যাবে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, পলমল গ্রুপের হামজা ফ্যাশনের ভবনের পাইলিংয়ের কাজ চলছিল৷ সকাল সাড়ে ৬টার দিকে পাইলিং বিশ ফুট নিচে যাবার পর গ্যাসের পাইপ ফেটে যায়৷ তখন থেকে তিন ঘন্টা পর্যন্ত তীব্র বেগে উপরের দিকে বালু উঠতে থাকে৷ সাড়ে ১০ টার দিকে ভয়াবহ শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়৷
নির্মাণাধীন ভবনের সার্ভে কাজ করা অ্যাডভান্স কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. রনি বলেন, বিশ ফুট গভীরে পাইলিং যাবার পর পাইপ ফেটে যায়৷ উপরের দিকে বালু উঠতে থাকে৷ এভাবে তিন ঘন্টা বালু উঠার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ পরে আগুন জ্বলতে থাকে৷ বিস্ফোরণে মাটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে৷
নির্মাণ শ্রমিক উজ্জ্বল হোসেনও কাজ করছিলেন সেখানে৷ তিনি বলেন, সব মিলিয়ে সেখানে ২০ জন লোক ছিলেন৷ পাইপ ফাটার পর সবাই দূরে সরে যায়৷ বিস্ফোরণের সময় কাছাকাছি কেউ ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি৷
এদিকে, দুর্ঘটনাস্থলে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপননের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র্যাবের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ শিল্প পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ তবে ঘটনার পর থেকেই গণমাধ্যমকর্মীদের ইপিজেডের ভেতরে প্রবেশ করতে দেননি আনসার সদস্যরা৷ তারা জানান, কোন গণমাধ্যমকর্মী ভেতরে প্রবেশে নিষেধ রয়েছে৷