নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁও প্রতিনিধি) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে কাঁচপুর থেকে গজারিয়াগামী একটি যাত্রীবাহি লেগুনা অতিক্রম কালে কুমিল্লা থেকে ঢাকাগামী মালবাহি ট্টাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ীর চালক শাহনেওয়াজ(৩৫) ও নারী যাত্রী শিল্পি রায়(২৭) নামে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় লেগুনায় থাকা চাঁদপুর ডিবি পুলিশের সদস্য নেপাল রায়সহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।
নিহত লেগুনা চালক শাহনেওয়াজ(৪৫) মোগরাপাড়া ইউপির দারুগোল্লা গ্রামের সৈফত আলীর ছেলে ও নিহত যাত্রী শিল্পি রায়(৩০) গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার আহত নেপাল রায়ের স্ত্রী বলে জানা যায়।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে কাঁচপুর থেকে গজারিয়াগামী একটি যাত্রীবাহি লেগুনা অতিক্রম কালে কুমিল্লা থেকে ঢাকাগামী মালবাহি ট্টাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ীর চালক শাহনেওয়াজ(৩৫) ও নারী যাত্রী শিল্পি রায়(২৭) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় লেগুনায় থাকা চাঁদপুর ডিবি পুলিশের সদস্য নেপাল রায়সহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। আহত চাঁদপুর ডিবি পুলিশের সদস্য নেপাল রায়ের অবস্থা আশংকাজনক।