নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অফিস নেই, কার্যক্রম অব্যাহত। জিরো পয়েন্ট সার্কেল এর উদ্যোগে চানমারি বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। রবিবার ৩ জানুয়ারী রাত ৮টায় চানমারী সপ্ন ডানা বিদ্যালয়ে গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) দিয়ে সহায়তা করে। এসময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গাউসুল আজম। সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মো: ইসরাফিল হোসেন সোহান, ওসমান গনি জুয়েল, সাধারণ সম্পাদক মো: শাহ আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ। প্রধাণ অতিথির বক্তব্যে গাউসুল আজম বলেন মানুষ মানুষের জন্য আর এই ধরনের সমাজসেবা মূলক কাজে এগিয়ে আসাটা পৃথিবীতে বিরল। আমি সর্বদাই এসব কাজে সকলের পাশে থাকব। বস্তিবাসীদের উদ্দ্যেশে বলেন এখানে কোন ধরনের মাদকদ্রব্য মদ, গাজা ইত্যাদি থেকে বিরত থাকলেই সকলেই এগিয়ে আসবে। তিনি সকলকে আহ্বান জানান এখানে অনেকেই অসহায় অবস্থায় বসবাস করছে যাদের মাথার উপরে ছাউনি নেই মেঘ বৃষ্টিতে আশ্রয় নেওয়ার মত। তাই সকল প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য বিনিত অনুরোধ করছি। এসময় সরেজমিনে করূন এই অবস্থার উপলব্দি করে প্রধাণ অতিথির সৎ কাজের প্রতি উৎফলিত হয়ে তৎখনাত চানমারি বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পারভিন (৫০) কে আর্থিক সহায়তা প্রদান করেন বিশিষ্ট ব্যাবসায়িক শিহাব হোসেন শিপন। পরে চানমারী সপ্ন ডানা বিদ্যালয়ে পড়–য়া ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মাঝেও কম্বল বিতরন করে এবং ছড়া আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করে। উক্ত বিতরন অনুষ্ঠানে শাহাদাত হোসেন রুপুর সভাপতিত্বে জিরো পয়েন্ট সার্কেলের ২য় দফায় শীতার্তদের মাঝে ১০০টি শীত বস্ত্র(কম্বল) বিতরন করা হয়। আরো উপস্থিত ছিলেন শুভ সরকার, রুবেল, সোহাগ, রাজু সাহা, আব্দুল সাত্তার রাজু ও অন্যান্য সদস্যবৃন্দ।