নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবদেক ) : এ যেন সরকারী দলের গ্রীণ সিগন্যাল। অনেকটাই নিরপক্ষ ক্ষমতাসীন দলের নেতারা। পাশাপাশি পাল্টে গেছে আগের মত সাজোয়া বাহিনীর পুলিশী ভূমিকা। বিগত বছরগুলোতে হামলা-মামলা, গ্রেপ্তারীসহ নানা কারণে বিএনপির মূল দলসহ অঙ্গসংগঠনগুলোকে তেমন একটা সক্রিয় দেখা যায়নি। তবে এবার কিছুটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। সম্প্রতি আন্দোলন-বিক্ষোভ কর্মসূচীতে মাঠে দেখা যাচ্ছে দলটির নেতৃবৃন্দকে। বিশেষ করে ছাত্রদল-যুবদলের ভ‚মিকায়ও বেশ প্রশংসা করেছে কেন্দ্রীয় নেতারা।
৩০শে সোমবার ছিল জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী। দিনটি স্মরণে উজ্জিবীত ছিল দলটির সকল নেতাকর্মী। বিভিন্ন স্পটেই রান্না করে খিচুরী বিতরণ করতে দেখা গেছে। অনেক স্থানেই মিলাদ ও বিশেষ দোয়ায় অংশ নিয়েছে বিএনপির জেলা ও মহানগরের নেতারা। এতে কর্মীদের মাঝেও ছিল স্বস্তি। দিনব্যাপী উৎফুল্ল ভাবে জেলা, উপজেলা, থানাসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা দলটি প্রতিষ্ঠাতাকে স্মরণ করেছেন।
এছাড়াও এরআগে দলীয় কর্মসূচীকে বেগবান করতে শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে বিভিন্ন সভা করতে দেখা গেছে। যেখানে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। তাছাড়া জেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতারা রাজধানীতেও বিক্ষোভ কর্মসূচীতে জোড়ালোভাবেই অংশ নিয়ে যাচ্ছে। তবে তাদের এখন আর ক্ষমতসীন দলের নেতাকর্মী কিংবা পুলিশী বাহিনীর কোন বাধার সম্মূখীন হতে হচ্ছে না।
এমন পরিবর্তনের বিষয়ে দলটির কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সরকার মেয়াদের শেষ পর্যায়ে। তাই রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগে কেন্দ্র থেকে কর্মসূচি দিলে তৃণমূল বাস্তবায়ন করত। এবার তৃণমূল তথা জেলা-মহানগর কমিটি কর্মসূচি দিয়ে রাজপথ থাকবে। কেন্দ্র সেগুলো মনিটরিংও করছে।
এদিক, ৩০শে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছেন নারায়ণগঞ্জ বিএনপি। দলকে চাঙ্গা করতে পূণরায় নেতাকর্মীদের মাঠে সক্রিয় দেখে অনেকেই বলছেন, নারায়ণগঞ্জে ধীরে ধীরে জেগে উঠছে বিএনপি।
তথ্য মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়ে। এছাড়াও মহানগরের আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির উদ্যোগে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। ফতুল্লায় থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে শহিদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বেলা ১১ টায় ফতুল্লা ডি.আই.টি মাঠে থানা বিএনপি ও অঙ্গ- সংগঠনের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ করা হয়। এতে ওয়ার্ড সভাপতি মো. সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক মো. মনিরুল ইসলাম (রবি), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।