নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সভাপতি মো. জুয়েল হোসেনের নেতৃত্বে শহরের মিছিল শেষে পুরান কোর্ট সংলগ্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ করা হয়।
এসময় জুয়েল হোসেন বলেছেন, জাতির পিতার কন্যা এ দেশের মানুষকে স্বয়ংসম্পূর্ণ করেছে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আপনারা হতাশ হবেন না। অনেকে অনেক কথা বলবে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আপনাদের পাশে আছি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি সিব্বির আহম্মেদ, মানিক শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক দপ্তর সম্পাদক মো. ইমরানুর রশীদ, সাবেক সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সাবেক সহ দপ্তর সম্পাদক উজ্জল দে, সাবেক অর্থ সম্পাদক আব্দুল ওয়াদুদ মামুন, সাবেক সমাজ কল্যান সম্পাদক এস আলম রাসেল, সাবেক ত্রাণ সম্পাদক নাজমুল হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম সুমন, আবুল হোসেন, নূর হোসেন, আফসার শিকদার, আব্দুল খালেক জনি, কামাল, আক্তার,পাপ্পু সহ অন্যান্য নেতৃবৃন্দ।