সোনারগাঁয়ে ৬ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগেঞ্জর সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। সোমবার (৩০ মে) দিনব্যাপী উপজেলায় অভিযান চালিয়ে ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হকের নেতৃত্বে ক্লিনিকগুলো সিলগালা করা হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হান জানান, উপজেলার বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোগরাপাড়া চৌরাস্তার গ্রিনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়গনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়।

এছাড়া সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাসন্ট্যান্ড এলাকার আল সাফা, আল তাহাহ ও বারদী মর্ডান ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সিলগালা করা হয়। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হানসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত