১ টাকা মজুরি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন পাওয়ার লুমের শ্রমিকরা। ২৪শে মে মঙ্গলবার  দুপুর থেকে উপজেলার গোপালদী, রামচন্দ্রদী, বিশনন্দী ফেরীঘাট, কড়ুইতলা, ঢাকা গোপালদী সড়ক অবরোধ করেন কয়েক হাজার পাওয়ার লুম শ্রমিক।

সময় শ্রমিকরা প্রথমে ঢাকাবিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, বিকালে পাওয়ার লুম মিল মালিক সমিতির সঙ্গে বিষয়টি সমাধানে বৈঠকে বসেছেন গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, লাগাতার নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই কারখানা মালিকদের কাছে প্রতি গজ গ্রে কাপড়ে টাকা করে মজুরি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

শ্রমিকদের অভিযোগ, তাদের প্রস্তাবে একমত পোষণ করলেও মজুরি বাড়ানো নিয়ে মালিকরা সময়ক্ষেপণ করছেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় দাবি আদায়ে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই আর তাই তারা রাস্তায় নেমেছেন।

বিষয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম বলেন, মজুরি বাড়ানোর দাবিতে কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছেন। মালিক শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে। আপাতত বৈঠক চলছে।

add-content

আরও খবর

পঠিত