শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো পোলষ্টার ক্লাব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : দম বন্ধ হওয়া ম্যাচ জিতলো পোলষ্টার ক্লাব। পয়েন্ট টেবিলের নিচে থাকা ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী তাদের লড়াকু খেলোয়াড়দের নিয়ে পোলষ্টার ক্লাবকে চেপে ধরেছিল। কিন্তু শেষ বেলায় হেসে মাঠ ছাড়লো পোলষ্টার ক্লাব। ২ উইকেটের জয় নিয়ে তারা অপেক্ষায় থাকলো পরবর্তি ম্যাচগুলোর ফলাফলের দিকে।

২৪শে মে মঙ্গলবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে ইসমাইল ক্রিকেট একাডেমী সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৫০ ওভারে নয় উইকেট খুইয়ে তারা রান তোলে ২০৬। কিপার সোয়ান সাকিন ৫ চার ও ১ ছয়ে আউট হন ৪৮ রানে। তুর্যয় ৩ চার ও ১ ছয়ে ফিরেন ৩৮ রানে। অধিনায়ক মুন্না ২ চারে করেন ২৩ রান। শেষের দিকে ইমন ২ চার ও ২ ছয়ে করেন ২৫ রান। রাফসাণ ১ চারে ফিরেন ১৯ রানে। নাইমুর ১ ছয়ে আউট হন ১৭ রানে। পোলষ্টারের তারিফ, জিসান ও সজিব ২টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে এক পর্যায়ে ম্যাচ হেরেই গিয়েছিল তারা। কিন্তু অবিচল কিপার আমানানুরøাহ, রিয়াদ, সজিব এবং তারিফেরে দৃঢ়তায় ম্যাচ নিজেদেরকে জয়ের বন্দরে নিয়ে যান। আমানুল্লাহ আউট হন ৩ চারে ৫৮ রানে। তারিফ অপরাজিত থাকেন ১ ছয় ও ১ চারে ২৮ রানে। অধিনায়ক সজিব ফিরেন ৩ ছয়ে ৩৫ রানে। হামিম আউট হন ৩ চার ও ১ ছয়ে ২৩ রানে। রিয়াদ রান আউট হন ২ চার ও ২ ছয়ে ৩৫ রানে। ৪৯.১ ওভারে জয়ের জন্য ১ রান নিয়ে পোলষ্টার ম্যাচ জিতে ২ উইকেটে। ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমীর মুন্না ৩টি এবং রাব্বি পান ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী : ২০৬/৯ (৫০ ওভার) সাকিন ৪৮, তুর্যয় ৩৮, মুন্না ২৩, ইমন ২৫, রাফসান ১৯, নাইমুর ১৭, খালেদ ১২। অতিরিক্ত : ১৫। তারিফ ২/২৪, জিসান ২/৩৪, সজিব ২/৩৭।

পোলষ্টার ক্লাব : ২০৭/৮ (৪৯.১ ওভার) আমানুল্লাহ ৫৮, সজিব ৩৫, রিয়াদ ৩৫, তারিফ ২৮, হামিম ২৩। অতিরিক্ত : ১৬। মুন্না ৩/৪৬, সোহানুর রাব্বি ২/২১।

add-content

আরও খবর

পঠিত