নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : দ্বিতীয় বার ওসি হয়ে যোগদানের পর থেকেই দক্ষিন কেরানীগঞ্জ থানার মাদক নির্মূলে পুলিশের কঠোরতা চোখে পড়ার মতো। বন্ধ হয়ে গেছে ছোট-বড় জুয়ার আসর। মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সড়ক-মহাসড়কে ডাকাতি বন্ধে পুলিশের টহলও জোরদার করা হয়েছে। ওসির কঠোরতায় কমেছে সব ধরনের অপরাধমূলক কাজ। তাই সোমবার (২৩ মে) রাতে দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান ফারুক।
জানা গেছে, মাদকের বিরুদ্ধে প্রথম থেকেই জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আসছেন তিনি। মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওসি শাহাজামান । মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাঁই নেই। তাদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন ওসি শাহাজামান ।
কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদুর রহমান ফারুক বলেন, তার যোগদানের পর থেকেই থানার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের কঠোরতা চোখে পড়ার মতো। আমরা তাকে সাধূবাদ জানাই।এক সময়ে দক্ষিন কেরানীগঞ্জে মাদক নামের ভয়াল থাবা মহামারি আকার ধারণ করেছিল। দ্বিতীয় বার ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় যোগদান করাতে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি।