নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ঈদ পুনর্মিলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : টেলিভিশন সাংবাদিকদের সংগঠন, নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছ। রবিবার (২২ মে) দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবচাইতে বড় ভূমিকা রাখে গণমাধ্যম। তাই সমাজে ভালো নেতৃত্ব দেওয়ার মানুষ যদি তৈরি করা না যায়, ভালো সমাজে বসবাস করা যায় না।

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, মাহবুবুর রহমান মাসুম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সংবাদর্চচা পত্রিকার সম্পাদক মুন্না খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের  নারায়ণগঞ্জ শাখা কমিটির সভাপতি হাবিবুর রহমান শ্যামল।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম জীবন, নির্বাহী সদস্য বিল্লাহ হোসেন রবিন, সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলামসহ সংগঠনটির সকল সদস্য ও অন্যান্য গণমাধ্যমকর্মী।

add-content

আরও খবর

পঠিত