নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডি-২০২২। নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি পদ প্রার্থী মো. কবির হোসেন অভিভাবকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, আপনারা (অভিভাবকরা) যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করব। আপনাদের ছেলে ও মেয়ে বিদ্যালয়ে ঠিকমত আসতে পেরেছে কিনা সেই দিকে লক্ষ্য রাখবো ও ব্যবস্থা গ্রহণ করব।
২১ শে মে শনিবার নির্বাচনী প্রতিশ্রুতি জানিয়ে তিনি অভিভাবকদের প্রতি কবির হোসেন বলেন, আমি নির্বাচিত হলে, নিজ অর্থায়নে ফিঙ্গার সফটওয়্যারের মাধ্যমে আপনাদের সন্তান বিদ্যালয়ে উপস্থিত হয়েছে/হয়নি সেই বিষয়ে নিশ্চিত হতে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এস.এম.এস সিস্টেম চালু করব। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য যাতায়াত সুয়োগ সুবিধা করে দিব। বিদ্যালয়ে অভিভাবদের বসার সু-ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে আসা যাওয়র পথে আপনাদের মেয়েদের যাতে ইভটিজিং এর শিকার না হতে হয় সে দিকে লক্ষ রাখা হবে। স্বল্প আয়ের অভিভাবদের ছাত্র-ছাত্রীর জন্য সেশন চার্জ, বেতন, পরীক্ষার ফি হাফ কিংবা সম্পূর্ণ মওকুফের ব্যবস্থা করব। এবং আর্থিক অস্বচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য বই পুস্তক কিনা ড্রেস সহ আর্থিক সহযোগীতা করব। পরিশেষে বলতে চাই আমি একজন মানুষ আমারও ভুল হতে পারে, যদি কোথাও কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই ছোট জীবনে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি করোনা কালিন সময় এই সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ড মানুষ তা দেখেছে। শুধু বিদ্যালয়ে নয় যে কোন সমস্যায় আপনারা আমাকে পাশে পাবেন। আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত ও সু-শিক্ষার জন্য আপনার সন্তানদের উন্নত জীবন কামনা করি।
প্রসঙ্গত, আলহাজ্ব মো.কবির হোসেন সিদ্ধিরগঞ্জ কলাবাগ নিবাসী মরহুম হাজী মো: মুল্লুক চাঁন কন্ট্রাকটর এর কনিষ্ট পুত্র এবং বাংলাদেশ আন্ত :জেলা ট্রাক চালক ইউনিয়ন (সাইলো শাখার) সভাপতি। এছাড়া তিনি সিদ্ধিরগঞ্জ থানা নাসিক ৫নং ওয়ার্ডের কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলীক শ্রমিক লীগ এর সহ সভাপতি পদে রয়েছে। মো.কবির হোসেন দীর্ঘ দিন যাবত শিক্ষার মান উন্নয়ন ও সমাজ সেবামূলক কাজের সাথে নিয়োজিত রয়েছে।