জয় পেয়েছে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : শিরোপা লড়াই জমে উঠেছে। এখন প্রতিদ্বন্ধি ৩ দল। ১৯ই মে বৃহস্পতিবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে এক ঘরানার দুই ক্লাব একে অপররের মুখোমুখি হয়েছিল। ছোটদের কাছে বড়রা হার মানলো। সকালে টস জিতে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবের অধিনায়ক  প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৪০ ওভারে ৮ উইকেট খুইয়ে তারা রান তোলে ২৪৫। একজন মাঠে হ্যামেষ্ট্রিং এ চোট পেয়ে আর ব্যাট করতে পারেনি। অন্যজন মাঠে নামার আগে পেটের পীড়ায় বাসায় ফেরৎ যায়। উদিয়মান রাব্বি ৪ চার ও ৪ ছয়ে করেন ৫৮ রান।

আব্দুল্লাহ রিটায়ার্ড হার্ট এর আগে করেন ৫৪ রান। তার ইনিংসে ছিল ৪ ছয় ও ২ চার। আল আমিন আউট হন ৩ চার ও ২ ছয়ে ৩৩ রানে। সোহান ফিরেন ২ ছয় ও ১ চারে ২৩ রানে। অন্তর ফিরেন ১৪ রানে। একাডেমীর এমদাদ ও মোফাচ্ছেল পান ২টি করে উইকেট। জবাব দিতে গিয়ে শীতলক্ষ্যা একাডেমী দ্রৃুতই উইকেট হারায় ৩টি। পরে শাকিল ও ওমর ফারুক মিলে উইকেটে চারপ্রান্তে পিটিয়ে খেলে দলকে জয়েল বন্দরে নিয়ে যান। ওপেনার শাহরিয়া ৫ চার ও ৩ ছয়ে ফিরেন ৪৫ রানে। নোমান ফিরেন ১৩ রানে ১ ছক্কা ও ১ চারে। মাঠে নামেন শাকিল ও ওমর ফারুক। ১৩ চার ও ৩ ছয়ে শাকিল আউট হন ৮৯ রানে। ওমর ফারুক ১২ চার ও ২ ছয়ে অপরাজিত থাকেন ৭৭ রানে। ২৪.৪ ওভারে ২৪৯ রান করে জিতে যায় ম্যাচটি।

সংক্ষিপ্ত স্কোর

শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব : ২৪৫/১০ (৪০ ওভার) রাব্বি ৫৮, আব্দুল্লাহ ৫৪, আল আমিন ৩৩, সোহান ২৩, অন্ত ১৪। অতিরিক্ত : ১৮। এমদাদ ২/২৭, মোফচ্ছেল ২/২৫।

শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী : ২৪৯/৫ (২৪.৪ ওভার) শাকিল ৮৯, ওমর ফারুক ৭৭, শাহরিয়া ৪৫, নোমান ১৩। অতিরিক্ত : ১৬। রাজিব ২/৪৭।

add-content

আরও খবর

পঠিত