গরুর খামার থেকে ২১ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গরুর খামার থেকে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় ১৪ মে শনিবার রাতে একটি মামলা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এর আগে ১৩ মে ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় ছনপাড়া এলাকায় অবস্থিত ব্লু এগ্রো ফার্ম” নামে একটি খামারে এই ঘটনা ঘটে। খামারের মালিক সৈয়দ মোরসালিন নামে এক ব্যক্তি মামলাটি করেন।

তিনি জানান, তার খামারে ২৭টি ষাড় গরু, ৩টি গাভী, ২টি বকনা ও একটি ষাড় বাছুর লালন-পালন করে আসছিলেন। উক্ত খামার দেখাশুনা করতো সিরাজগঞ্জ জেলার শাহাদাৎপুর থানাধীন পুতাইদাহ এলাকার জোবানি খাঁয়ের ছেলে রহিম, নরসিংদী জেলার মাধবদী থানাধীন কান্দাইল এলাকার  মহব্বত আলীর ছেলে রুবেল ও একই এলাকার কাজী শফিকুর রহমানের ছেলে কাজী শাহাদাৎসহ পাঁচ ব্যক্তি। শনিবার ভোরে খামারের টিনের বেড়া কেটে ১২ থেকে ১৩ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা একটি পিকআপ ভ্যানে তুলে ৭টি শাহীওয়াল লাল, একটি শাহীওয়াল কালো, একটি সাদা, একটি গাভী লাল, একটি দেশীয় প্রজাতির সাদা গরু লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, লুট হওয়া গরুর বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা হতে পারে। তিনি বলেন, আমি প্রথমে ৯৯৯-এ ফোন দেই। পরে আড়াইহাজার থানার পুলিশ খামারে আসেন। তার অভিযোগ ছিল, ডাকাতির এই ঘটনার খামারের কতিপয় কর্মচারিরা জড়িত রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। লুট হওয়া গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, স্থানীয় আরও বেশ কিছু খামার থেকে বিভিন্ন সময় গরু লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। এদের মধ্যে স্থানীয় দিঘলদী এলাকার গরুর খামারি সোহাগ খাঁনের ভাই রাজিব খাঁন জানান, স্থানীয় ব্র্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী এলাকায় অবস্থিত আজাদ এগ্রো নামে একটি খামার থেকে বছর খানেক আগে ৯টি ষাড় গরু লুট করে দুর্বৃত্তরা। যার বাজার মূল্য ছিল প্রায় ১৪ লাখ টাকা। এ ঘটনায় থানায় আজাদ খান সোহাগ বাদী হয়ে একটি মামলা করলেও পুলিশ এখনো পর্যন্ত একটি গরুও উদ্ধার করতে পারেনি। এতে আমরা খামারিরা হত্যাশ।

তিনি আরও বলেন, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে হরহামেশা। কিন্তু খামার থেকে গরু লুটের এমন ঘটনা আগে ঘটেনি। পুলিশ এগুলো থামাতে পারছে না। এতে খামারিসহ সাধারণ মানুষের মধ্যে ডাকাত আতংক দেখা দিয়েছে। একইভাবে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনীবাদ এলাকার আক্তারের খামার থেকে দুর্বৃত্তরা রাতের আধারে পিকআপে তুলে ৭টি গরু লুট করে নিয়েছিল। এ ঘটনায় থানায় ওই সময় একটি মামলাও হয়েছিল। কিন্তু গরুগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ।

add-content

আরও খবর

পঠিত