পুলিশের ধাওয়ায় ডোবায় ঝাঁপ, ৪ দিন পর মিললো লাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নারীর অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ডোবায় ঝাঁপ দিয়ে নিখোঁজের ৪ দিন পর মো. বাবু (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ঠা মে বুধবার দুপুরে বাগবাড়ি এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রওশন ফেরদৌসকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। নিহত বাবু ওই এলাকার শোভা মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরে হোসিয়ারির ব্যবসা করতেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, হাসিনা নামে এক নারীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বাবুর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ওই নারী বাবুর বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১লা মে রবিবার রাতে বাবুকে গ্রেফতার করতে পুলিশ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে ভয়ে বাবু বাড়ির পাশে একটি ডোবায় ঝাঁপ দেন। পরে পুলিশ চলে গেলে এলাকাবাসী খোঁজাখুঁজি করলেও তখন তাকে পাওয়া যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, যে বাড়িতে ঘটনা ঘটেছিল সেখান থেকে দুই জনকে আটক করে থানায় আনা হয়েছে। নিহত যুবকের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত