পাভেলের বিবৃতি : গন্যমান্যদের সহযোগীতায় মিমাংসা হয়েছে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ফতুল্লায় প্রভাবশালী কোন এক ভাইয়ের নাম বলে চাঁদার দাবীতে ওয়েস্টেজ লুট করেছে সন্ত্রাসী পাভেল বাহিনী। বুধবার (২৭ এপ্রিল) বিকালে দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে পরে পঞ্চবটি শিল্প পার্কের সামনে খালি পিকআপ ভ্যান ফেলে রেখে পালিযে যায় তারা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী সোলাইমান সানি।

তবে এ অভিযোগের বিষয়ে বিভ্রান্ত রয়েছে বলে দাবী করেছেন অভিযুক্ত মাইনুল ইসলাম পাভেল। সোমবার (২রা এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি তার বক্তব্য গণমাধ্যমটিতে প্রকাশের অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভাইয়ের নামে চাঁদা না পেয়ে লক্ষাধিক টাকার মালামাল লুট করলো পাভেল এ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে। তাতে কিছুটা বিভ্রান্ত রয়েছে। প্রকৃত পক্ষে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। যা পরে গন্যমান্যদের সহযোগীতায় মিমাংসার মাধ্যমে সমাধান হয়েছে। এ নিয়ে সোলাইমান সানির সাথে আমার আর কোন দ্বন্দ্ব নেই।

add-content

আরও খবর

পঠিত