ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ঈদ শান্তি, সহমর্মিতা ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসাবিদ্বেষ হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনীগরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২রা মে সোমবার  দেওয়া বাণীতে তিনি কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুকএটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসিখুশি ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সব মানুষের সুখশান্তি, কল্যাণ উত্তরোত্তর সমৃদ্ধি হোকআমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি।

তিনি বলেন, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আমি অনুরোধ করবো, যথাসম্ভব গণজমায়েত এড়িয়ে আমরা পরিবারপরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।

সরকার প্রধান বলেন, পবিত্র ঈদ উল ফিতরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

add-content

আরও খবর

পঠিত