ভাইয়ের নামে চাঁদা না পেয়ে লক্ষাধিক টাকার মালামাল লুট করলো পাভেল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় প্রভাবশালী কোন এক ভাইয়ের নাম বলে চাঁদার দাবীতে ওয়েস্টেজ লুট করেছে সন্ত্রাসী পাভেল বাহিনী। বুধবার (২৭ এপ্রিল) বিকালে দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে পরে পঞ্চবটি শিল্প পার্কের সামনে খালি পিকআপ ভ্যান ফেলে রেখে পালিযে যায় তারা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী সোলাইমান সানি।

অভিযোগে জানা গেছে, বিসিক শাসনগাঁও ভাঙ্গা ক্লাব এলাকার ইউনুস মিয়ার ছেলে পাভেল চিহ্নিত জুট সন্ত্রাসী। সে ও তার বাহিনী দীর্ঘদিন যাবৎ ওয়েস্টেজ ব্যবাসায়ী সানির নিকট প্রভাবশালী কোন এক ভাইয়ের নামে চাঁদা দাবী করে আসছিল। তাছাড়া ওয়েস্টেজ ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। ভুক্তেভোগী সানি বিভিন্ন প্রতিষ্ঠান হতে ওয়েস্টেজ মালামাল ক্রয় শেষে চালানের মাধ্যমে বিক্রি করে। কিন্তু বিবাদী সহ তার সহযোগী অজ্ঞাতনামা ৬/৭ জন এলাকার চিহ্নিত জুট সন্ত্রাসী।

ওই দিন বিকাল সাড়ে ৫টায় উল্লেখিত থানাধীন বিসিকস্থ এস.আর.জেট নীট ফ্যাশন নামীয় গার্মেন্টস প্রতিষ্ঠান হইতে ২ লক্ষ ২৫ হাজার টাকার মালামাল চালানের মাধ্যম ক্রয় করে। পরে ভাড়াকৃত খোলা পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো-ন-১১-৬০৭৪ তে লোড করলে ওই গার্মেন্টস প্রতিষ্ঠানের লেনদেন মিট করতে যাওয়ার সুযোগে উল্লেখিত বিবাদী সহ তার সন্ত্রাসী বাহিনী সেই ভাড়াকৃত পিকআপ ভ্যান এর চালক শাহজাহান কে জিম্মি করে। পরে সেখান থেকে বের হয়ে তার সকল মালামাল লোড করে নিয়ে যায়। এরপর পঞ্চবটিই শিল্প পার্কের সামনে ফেলে রাখা ভ্যান খালি দেখতে পায়।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ূন (২) জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলা রুজু হবে। তারপর আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

add-content

আরও খবর

পঠিত