ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র রমজানের ৩০ রোজা শেষে আগামী ৩রা মে মঙ্গলবার পালিত হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। সেক্ষেত্রে ঈদের দিন থেকে ৪ঠা মে বুধবার পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলেও।

২৬শে এপ্রিল মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান তথ্য জানিয়েছেন। তিনি জানান, অন্যদিকে আগামী ২রা মে থেকে সারাদেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলেও।

আবহাওয়া অধিদফতরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। অধিদফতরের মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাসে দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে থেকে টি তীব্র তাপ প্রবাহ এবং অন্যস্থানে থেকে টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

add-content

আরও খবর

পঠিত