না.গঞ্জ হাই স্কুলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষক ফোরামের নিন্দা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহবুবুর রহমানকে লাঞ্ছনার ঘটনায় জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রতিবাদ ও নিন্দা। ১২ এপ্রিল মঙ্গলবার  দুপুরে এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি এই প্রতিবাদ জানান।

সংগঠনের সভাপতি মাও. আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মানজুর আহমাদ বিবৃতিতে বলেন, গত ১০শে এপ্রিল রবিবার দুপুরে প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান স্যারের উপর ম্যানেজিং কমিটির সদস্য সরকার আলম এবং ওয়াহেদ সাদাত বাবুর অতর্কিত আক্রমন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানাই।

তারা আরও বলেন, দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, ভর্তি বাণিজ্যের সুবিধাভোগী মানসিকতার দুই জন অভিভাবক সদস্য মানুষ গড়ার কারিগর সিনিয়র শিক্ষকের গায়ে হাত তুলে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অনতিবিলম্ব তাদের সদস্য পদ বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নতুবা এরা শিক্ষক সমাজের জন্য আরও ভয়ংকর হয়ে উঠবে।

add-content

আরও খবর

পঠিত