র‌্যাবের জালে মাসুদ, উদ্ধার হলো ২৪০ বোতল ফেনসিডিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৪০ বোতল ফেনসিডিলসহ মো. মাসুদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১০শে এপ্রিল রবিবার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই যুবক আসামীকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ২টি মোবাইল জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত মো. মাসুদ সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলকার মো. আশরাফ আলীর ছেলে।

১১ই এপ্রিল সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত আসামী মো. মাসুদ মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে এবং বিভিন্ন অভিনব কায়দায় পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত