স্নান উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : সনাতন হিন্দু ধর্মাবলম্ভীদের স্নান উৎসব ২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৭ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার মুছাপূর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এদিকে, ৮ই এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯ টায় শুরু হতে যাচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব ২০২২। এবং ৯ই এপ্রিল শনিবার বেলা ১১ টায় স্নানোৎসব শেষ হবে।

নারায়ণগঞ্জ  জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ  মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমান, পিপিএম (বার)। এছাড়া এসময় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল খ) শেখ বিল্লাল হোসেন, বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুল আলম সহ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে আগত এবং জেলা পুলিশের অফিসার  ফোর্স ও আনসার সদস্যগণ ব্রিফিং প্যারেডে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমান আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তাছাড়া এদিকে, করোনা মহামারিতে ২ বছর স্নানোৎসব স্থাগিত থাকায় ব্রহ্মপূত্র নদের তীরে লাঙ্গলবন্দ তিন কিলোমিটার এলাকায় এ বছর লাখো লাখো পূণ্যর্থীদের সমাগম ঘটবে।

add-content

আরও খবর

পঠিত