নারায়ণগঞ্জে চুরি হওয়া রড ময়মনসিংহে উদ্ধার, চালক-ক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপাএলাকার এ এস বি আর এম রোলিং মিল থেকে ট্রাক বোঝাই রড বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রাকটি গন্তব্যে না পৌছে ট্রাক ড্রাইভার ও হেলপার মিলে রড অন্যত্র বিক্রি করে দেয়। এ ঘটনায় রড ব্যবসায়ী শহিদুল ইসলাম শাহীন গত ১লা এপ্রিল রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

৭ই এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে চুরি হওয়া রড উদ্ধার ও ট্রাক ড্রাইভার আরিফুল ইসলাম রাসেল এবং চোরাই রড ক্রেতা শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম রাসেল  নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নাওভাঙ্গা এলাকার আব্দুল কাদিরের ছেলে ও শরিফুল ইসলাম ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার চরপাড়া এলাকার ছফির উদ্দিনের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, রড ব্যবসায়ী শহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে রোলিং মিলের এজেন্ট হিসাবে রড ক্রয় বিক্রয়ের ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ কওে আসছেন। গত ২৪শে মার্চ ট্রাক ড্রাইভার আরিফুল ইসলাম রাসেলকে (ঢাকা মেট্রো ট- ২২-৯৬৭২) ট্রাকটি ১৪ টন রড নিয়া বগুড়া পৌছে দেওয়ার জন্য ভাড়া করা হয়। রাতে বরপা এ.এস.বি.আর.এম রোলিং মিল থেকে ১৪ টন রড বোঝাই কওে ট্রাক ড্রাইভার আরিফুল ইসলাম রাসেল ও হেলপার সাদ্দাম হোসেন বগুড়া জেলার আদমদিঘি থানার মা ট্রেডিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। গত ২৫শে মার্চ শহিদুল ইসলাম জানতে পারেন তার ক্রয়কৃত রড বগুড়ায় পৌছায়নি। পরে তিনি গত ১লা এপ্রিল ৩ জনকে এজাহার নামীয় আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ৬ই এপ্রিল বুধবার মধ্য রাতে ট্রাক ড্রাইভার আরিফুল ইসলাম রাসেলকে বড়গুনা জেলা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে চোরাই রড ক্রেতা শরিফুল ইসলামকে ৩ টন রডসহ ময়মনসিং জেলার ইশ্বরগঞ্জ থানার চরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ জানান, চুরি হওয়া কিছু রড উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি রড উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত