নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দেশের স্বার্থে অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াবার আহ্বান জানিয়ে সাংসদ শামীম ওসমানের স্ত্রী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, একটা স্লোগানের জন্যই বাঙ্গালী জাতি যুদ্ধ করেছিল। একটা স্লোগানই ছিল অস্ত্র। আমার প্রত্যাশা তোমরা সকলেই যোদ্ধা হবে। এমন যোদ্ধা হও যেন তোমাদের অস্ত্র হোক সততা, নিষ্ঠা ও মনুষত্ব। এমন আন্দোলন গড়ে তোল। যেন অপশক্তি পিছপা হতে বাধ্য হয়। ১লা এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ১ নং খেয়াঘাট সংলগ্নে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন স্লোগানের তৃতীয় বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সংগঠনের সভাপতি শেখ সাফায়েত আলম সানির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযাদ্ধা দিওয়ার শোভন দিলু, মো.নুরুজ্জামান বাবুল, সামিউল্লাহ মিলন, নাসিক ১৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি (জেনারেল) ও বিকেএমএর পরিচালক মো. কবীর হোসেন, বীর মুক্তিযাদ্ধা শেখ হাবিবুর রহমানের সন্তান শেখ আব্দুল হাতিম, মুক্তিযাদ্ধা সন্তান মিজানুর রহমান সজিব ও স্লোগান সংগঠনটির সদস্যবৃন্দ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে মুক্তিযাদ্ধারা যে অভিজ্ঞতা পার করেছেন এই অভিজ্ঞতা আমরা অনুভব করতে পারবো না। যে পরিমাণের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন শুধু মাত্র একটি স্লোগানকে ধারন করার জন্য তারা মাঠে যুদ্ধ করেছেন। একটি স্বাধীন বাংলা দিবেন বলে সেটা এখানে দাড়িয়ে অনুভব করতে পারবো না কিন্তু সত্যিকারের অর্থে মনে ধারন করতে পারবো।
সালমা ওসমান লিপি বলেন, আমি বিভিন্ন সংগঠনে গিয়েছি এবং জড়িতও ছিলাম একটি সংগঠনে কিন্তু সেটা বেশি দিন টিকে নি। কিছু সংগঠন আঁছে তাদের কাজের কারণে দেশের গন্ডি পেরিয়ে সুনাম অর্জন করছে। স্লোগান সংগঠনটির প্রতি ভালোবাসা ও আশা, দোয়া করছি যে উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে সোনার বাংলা গড়ার জন্য, সোনার সমাজ ও দেশ গড়ার জন্য আমি এই সংগঠনের জন্য দোয়া রইলো।
তিনি আরও বলেন, যখন একটি সংগঠন তৈরি হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এক সময়ে সুন্দর মন মানসিকতার নিয়ে সেটি তৈরি হয়। আমি মনে করি স্লোগান মুক্তিযাদ্ধাদের মনে ধারন করার এবং অন্যায়ের বিরুদ্ধ স্লোগান। এই নারায়ণগঞ্জকে কুলষিত মুক্ত করার স্লোগান গান, এই স্লোগান রাজনীতিকে পিছনে ফেলে দেশের সমস্যা সমস্যা সমাধান এর মাধ্যমে তোমরা তোমাদের ভিতরে বিষয়টা মনে মাঝে ধারন করো। এই নারায়ণগঞ্জের সমাজে যেকোন বিষয়ে তোমাদের দরকার সেখানে তোমরা ঝাাপিয়ে পরো। রাজনীতি কিচির সংখ্যক লোক করে, তার থেকে বের হইয়ে ও সংগঠনের মাধ্যমে দেশ সেবা করা যায় । মানুষকে ভালবাসার সংখ্যা যদি বেশি হয় তাহলে সত্যি সত্যি শক্তির উৎস হয়। আমাদের সৃষ্টি কর্তা আমাদের পাঠিয়েছেন, তাকে দিতে পারবো। তিনি আমাদের যে দিক নির্দশনা দিয়েছেন সেই গুলো ধর্ম গ্রন্থে দেওয়া আছে কোনটা করবো বা করবো না।