পুলিশের উপর হামলায় মাসদাইরের শাওন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশের উপর হামলার মামলা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বহু  মামলার পলাতক আসামী পেশাদার ছিনতাইকারী শাওন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ৩০শে মার্চ বুধবার সকালে তাকে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকার (ডাচ্ বাংলা ব্যাংকের নীচতলার) রসা কসাইয়ের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স সহ মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির ২ জানায়, গ্রেফতারকৃত শাওন একজন পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন  ধরে শাওনহ তার সহোযোগীরা জামতলা, পুলিশ লাইন, গাবতলা মোড় সহ আশপাশের অলি গলিতে ছিনতাই করে আসছিলো। বুধবার বেলা ১১ টার দিকে তাকে মাসদাইর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, পুলিশের উপর  হামলার ঘটনায় মামলাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে ।

add-content

আরও খবর

পঠিত