রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ ৯

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল নামে এক রাসায়নিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৯শে মার্চ মঙ্গলবার রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল বেরিবাধ এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় কারখানার ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন : বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী হাসান, রাসেল, মুজাহিদ ও আকালু। দগ্ধদেরকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, লিলি কেমিক্যাল কারখানায় হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় শ্রমিকরা আগুন দেখে কারখানা থেকে বের হতে থাকেন। কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, দুটি স্টেশনের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।

add-content

আরও খবর

পঠিত