নীট কনসার্ন গার্মেন্টসে লিফট ছিঁড়ে গর্ভবতী নারীসহ আহত ১৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসের লিফট এর তার ছিঁড়ে পড়ে অন্তত ১৪ জন শ্রমিক আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন গর্ভবতী নারী শ্রমিকও ছিল৷ ২৯শে মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাথীন পাঠানটুলি এলাকার নীট কনসার্ন গ্রুপের প্রিন্ট কারখানায় এ ঘটনাটি ঘটে৷

কারখানার শ্রমিকদের একটি সূত্র জানায়, নীট কনসার্ন প্রিন্ট (কেসিপি) কারখানার ওই লিফট দিয়ে মালামাল ওঠানামা করা হয়৷ সকালে অতিরিক্ত মালামাল তোলার ফলে লিফটি ছিঁড়ে পড়ে যায়৷ এ ঘটনায় একজন গর্ভবতী নারী শ্রমিকসহ অন্তত ১৪ জন আহত হন৷ তাদের দ্রুত হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ৷

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, আহত দুইজনের পা ভেঙে গেছে৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷

লিফট এর তার ছিঁড়ে শ্রমিক আহতের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মালামাল ওঠা-নামার জন্য ব্যবহৃত লিফটি অতিরিক্ত ওজনের কারণে ছিঁড়ে পড়ে গেছে৷ এতে বেশ কয়েকজন শ্রমিক আহতের খবর পেয়েছি৷

এ বিষয়ে নীট কনসার্নের পরিচালক জাহাঙ্গীর মোল্লা জানান, লিফটে কেপাসিটি অনুযায়ী অতিরিক্ত মানুষ উঠার ফলে এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে সাথে সাথে আহতদের চিকিৎসার ব্যবস্থা করি। আমরা সার্বক্ষণিক আহত শ্রমিকদের খবরা খবর নিচ্ছি।

add-content

আরও খবর

পঠিত