ইসলামী ছাত্র আন্দোলনের সাইকেল র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তাবলীতে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ শনিবার সকালে ফতুল্লা থানাধীন বক্তাবলী পরগনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ সোহাগ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইদুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ আব্দুল হান্নান বলেন, দেশের স্বাধীনতার ঘোষণা পত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে অঙ্গীকার ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ যে ভিত্তির উপরে সংগঠিত হয়েছিল, সে সকল বিষয়গুলো আজ চরমভাবে উপেক্ষিত। সাম্যের বিপরীতে বেড়েছে বৈষম্য, দিন দিন ঘটছে মানবিকতার চরম অবক্ষয় এবং সামাজিক ন্যায় বিচারের পরিবর্তে সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। ৭২ সালে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করা হয়। ইসলামী শিক্ষাকে তুলে দেয়ার চেষ্টায় ডারউইনের নাস্তিক্যবাদী মতবাদ নতুনভাবে সংযোজন করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইদুল ইসলাম সিয়াম, দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাইমুল ইসলাম, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ফজলে রাব্বী, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ রিয়াদ হোসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত