নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চারবারের সাবেক সাংসদ প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকালে নগরীর খানপুর থেকে র্যালীটির যাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে তাঁর একমাত্র ছেলে আজমেরী ওসমানের উদ্যোগে হাজার হাজার কর্মী সর্মথক অংশ গ্রহন করলে জনস্রোতে পরিণত হয়।
র্যালীটি সফল করতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নানা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে জড়ো হতে দেখা গেছে। এসময় র্যালীতে বিশাল আকারের বাংলাদেশের পতাকা, মুক্তিযুদ্ধের প্রতিকৃতি আলোকে মানব মুর্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার এবং কর্মীদের পড়নে রং-বেরংয়ের টি-শার্ট শোভা পেয়েছে। এছাড়াও নেতাকর্মীরা জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, কর্মীদের প্রয়াত নেতা নাসিম ওসমানসহ পারভীন ওসমান এবং ডাক দিয়েছে আজমেরী ভাই, ঘরে থাকার সময় নাই- এমন নানা স্লোগানে মুখরিত করেছে রাজপথ।
এরআগে খানপুরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যচ্ছে। এ দেশ এখন উচুঁ স্থানে অবস্থান করছে। যারা এই দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে এবং এখনো করছে আমরা তাদের এই দেশ থেকে প্রতিহত করবো। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের বিতারিত করবো।
কুচক্রি মহলকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ওসমান পরিবার নিয়ে কুচক্রী মহল অনেক কথা বলছে। আজকে একটা, কালকে একটা, পরশু আরেকটা। আমার ছেলে আজমেরী ওসমানকে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলছে। আমি বলতে চাই ওসমান পরিবার নিয়ে না খেলে, দেশের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
এসময় সাংবাদিকদের কাছে অনুরোধ রেখে তিনি বলেন, আমি পত্রিকার সম্পাদকদের বলবো আপনারা উল্টা পাল্টা নিউজ করবেন না। যা সত্য তাই করুন। এক কথা প্রতিদিন বলতে ভালো লাগে না। আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা আমার ছেলেকে নিয়ে অসত্য লেখা লিখি বন্ধ করুন। যেটা সত্যি তা লিখুন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদির, জাতীয় পার্টি নেত হায়দার আলী শামীম, জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক রিপন ভাওয়াল, যু্বলীগ নেতা কাজি আমির, মহীলা পর্টি নেত্রী শারমিন ইসলাম, জতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহাদাত হোসেন রুপু, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাহ আলম সবুজ, নাসির, সুমন, মনির, নাদভী আহম্মেদ রুন সহ আরো অনেকেই।