নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে হত্যা মামলায় শাহতাজ ওরফে এহসানুল করিম ঝলক (৩৩) নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। ২০শে মার্চ রবিবার ফতুল্লা মডেল থানাধীন জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে ওই হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
২১শে মার্চ সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।