বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলার মহানায়ক : যুবলীগ নেতা খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বল্পেরচক যুব সমাজদের উদ্যোগে ঘুড়ি উৎসব উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৯শে শনিবার বিকালে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকার যুবকদের নিয়ে এলাকার বিভিন্ন ভবনের ছাদ থাকে দলবদ্ধভাবে দেশীয় ঘুড়ি আকাশে উড়িয়ে এ ঘুড়ি উৎসব উদযাপন করা হয়। পরে রাত ৯টার দিকে স্বল্পেরচক এলাকায় যুবকদের নিয়ে খান মাসুদ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। ঘুড়ি উড়ানো শেষে সন্ধ্যায় বঙ্গবন্ধু’র স্মৃতিচারণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক সাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে প্রধান অতিথি যুবলীগ নেতা খান মাসুদ।

খান মাসুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলার মহানায়ক। যার জন্ম না হলে আমরা স্বাধীনতার স্বাদ উপলদ্ধি করতে পারতাম না। সেই নেতার জন্মদিন উপলক্ষে স্বল্পের চক এলাকার যুব সমাজের আয়োজনে ঘুড়ি উৎসবটি খুবই প্রাণবন্ত। সাধুবাদ জানাই আয়োজকদের এমন মহতি অনুষ্ঠানের জন্য। নাট্য ব্যাক্তিত্ব ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ডালিম হায়দার, সল্পের চক পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মো. হাসান আলী, সাধারণ সম্পাদক কন্ট্রাক্টর আলী হোসেন, পিরু আহমেদ চিশতী, স্বপন মিয়া, মো. নয়ন, কিরন, খোকন মাসুম, শুভ, রাকিব, সিহাব, শাহ্ আলী, রাজিব, আলমগীরসহ স্থানীয় গণ্যমান ব্যাক্তিবর্গ। পরিশেষে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে কেক কেটে ঘুড়ি উৎসব উদযাপন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

add-content

আরও খবর

পঠিত