নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সদস্য সচিব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃতি সন্তান মো. আলমগীর হোসেন (ভিপি আলমগীর) এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।
১৫ই মার্চ মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে এক সংবাদ প্রেরিত বার্তায় জেলা আওয়ামীলীগ এর সভাপতি মো. আবদুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) এক যৌথ বিবৃতিতে সমাবেদনা জানিয়ে বলেন, ভিপি আলমগীর ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের শ্রেষ্ঠ সংগঠক। তার অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ শোকাহত।
বিবৃতিতে তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে, ঠিক সেই মুহূর্তে আমরা বঙ্গবন্ধুর আদর্শের একজন শ্রেষ্ঠ কর্মীকে হারালাম। আমরা আলমগীরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ১৩ই মার্চ রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি। এরআগে রবিবার বিকালে ফতুল্লার এনায়েতনগরের ইউনাইটেড ক্লাবে আয়োজিত থানা আওয়ামী লীগের কর্মী সভায় অংশগ্রহন করেন ভিপি আলমগীর। সেই সভায় জ্বালাময়ী বক্তব্য প্রধান করেন তিনি এবং সভাশেষে সন্ধ্যার পর বুকে ব্যাথা অনুভব করলে সাথে সাথে চাষাড়া বালুর মাঠ এলাকায় অবস্থিত ইসলাম হার্ট সেন্টারে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।