নারায়ণগঞ্জে নারী মেম্বার গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য নিলুফা বেগমকে গুলি করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ৮ নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বোনের পায়ে গুলি লেগেছে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে স্থানীয় কাঠপট্টি এলাকার জলিল মাতবরের ছেলে রানার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল নিলুফার পরিবারের। এদিন সকালে নিলুফার বাড়িতে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে বিবাদ থামাতে গেলে নিলুফার পায়ে গুলি করা হয়। যদিও যিনি গুলি করেছেন, তার নাম ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ হয়ে এক নারী হাসপাতালে এসেছেন। তবে সে মেম্বার কি না আমি এখনো নিশ্চিত হয়নি। চিকিৎসা চলছে।

ইউপি সচিব মাহবুবু রহমান ভূঞা জানান, গুলিবিদ্ধ নিলুফা আপাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে গুলি কারা কেন করেছে, এসব কিছুই আমি জানিনা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, এমন কোন বিষয় এখনো আমি জানিনা। তবে ওই এলাকার বিষয়ে দুপক্ষই অভিযোগ জমা দিয়েছিল। সেখানে নিলুফা মেম্বারের নাম পাইনি। সুতরাং গুলিবিদ্ধ ঘটনার ব্যপারে আমি কোন অভিযোগ এখনো পাইনি।

add-content

আরও খবর

পঠিত