নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেছেন, আর্দশ সমাজ গঠনে নবীন আলেমদেরকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। রাসূলের সকল কাজের উত্তরসূরি হলেন ওলামায়ে কেরাম। আমাদের রাসূল হলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। মানবজাতির কল্যাণের জন্য তাকে প্রেরণ করা হয়। ওলামায়ে কেরামকে ও সমাজ বিনির্মানে কাজ করতে হবে। বাংলাদেশে আজ প্রতিটি সেক্টরে দুর্নীতিতে সয়লাব, এই ভূখন্ডের মানুষ আজ ভালো নেই। স্বাধীনতার পঞ্চাশ বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই অধিষ্ঠিত ছিল তারা প্রত্যেকেই দুর্নীতির অতল গহ্বরে নিমজ্জিত ছিলো জাতি আজকে এই দুর্নীতি থেকে মুক্তি চায়, আজকে এই নবীন আলেমদেরকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে, স্বাধীনতার অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে নগর সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান এর সভাপতিত্বে ও কওমি মাদ্রাসা বিভাগের ব্যবস্থাপনায় ১১ই মার্চ শুক্রবার বিকালে নগরীর আইসিএবি মিলনায়তনে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ সভাপতি এইচ এম মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম শাহীন আদনান, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক আবুল হাশিম, তথ্য গবেষনা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শরীফ হুসাইন, প্রকাশনা ও দফতর সম্পাদক এম এম জাহিদুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ তারেক হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ইফতি আলম, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ মাহবুবুর রহমান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভীর, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আবরারুল করিম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মাদ ফজলুল করীম, সদস্য নোমান আহমাদ, মুহাম্মাদ মেহেদী হাসান সহ থানা ও ওয়ার্ড শাখা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।