নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনার ২দিন পর রাহিমা (১৭) নামে এক কলেজ ছাত্রী কিশোরীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ৭ই মার্চ সোমবার বিকালে টানবাজার এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাহিমা মুন্সিগঞ্জের গজারিয়া ভিটিকান্দি এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে গজারিয়া কলিমুল্লা কলেজের ছাত্রী ছিলেন। নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ সদর নৌ–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন মরদেহটি তুলে তীরে নিয়ে আসে।
তিনি আরও বলেন, উদ্ধার মরদেহটি নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ রাহিমার বলে স্বজনরা জানিয়েছেন। আমরা বিস্তারিত খোঁজ–খবর নিয়ে দেখছি।
রাহিমার মামা মোজাম্মেল প্রধান জানান, গত শনিবার বিকেলে রাহিমার বড়ভাই রায়হান তার স্ত্রীকে নিয়ে চাষাঢ়ায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে রাহিমাও ছিল। পথে একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। এসময় রাহিমার ভাই ও ভাবি সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও সে তলিয়ে যায়।
উল্লেখ্য, গত ৫ই মার্চ শনিবার বিকালে শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাট থেকে যাত্রবাহী একটি নৌকা সেন্ট্রাল খেয়াঘাটের দিকে যাওয়ার সময়ে এমভি আলী নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এসময় ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করতে গিয়ে আরও একটি নৌকা ডুবে যায়। ওই সময় বড় ভাই রায়হান ও ভাবিকে নিয়ে শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়ে চাষাঢ়া যাচ্ছিলেন রাহিমা। ঐ সময় বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। এ ঘটনায় রাহিমার ভাই ও ভাবি সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও তিনি নদীতে ডুবে যান। ঘটনার ২ দিন পর রাহিমার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।