বিএনপির নেতা আলাউদ্দিন বারীর মাতার মৃত্যুতে জেলা বিএনপির শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর মরহুম মেজবাহুল বারীর সহধর্মিণী ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দিন বারীর মাতা লুতফুন নেছা (৮১) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। ৫ই মার্চ শনিবার নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরণ করেন। তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

আজ ৬ই মার্চ রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে জেলা বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম রবি এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা বলেন, আলাউদ্দিন বারীর মাতার মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

add-content

আরও খবর

পঠিত