রাজনীতি মানে এখন ব্যবসা হয়ে গেছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : তোলারাম কলেজের সব ছাত্রকে এক প্লাটফর্মে থাকার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ভণ্ডামি চলবে চারদিকে, আমি নিজেও করতে পারি। সেটা আপনাকে টেস্ট বা পরীক্ষা করতে হবে। রাজনীতি মানে এখন ব্যবসা হয়ে গেছে। শতকোটি টাকার বাড়ি বানায়, ইনকাম ট্যাক্সের খাতায় ১০ লাখও নেই। এনবিআর, দুদক কী করে তাও বুঝি না। এখন মুখ খুলতে চাই না। সময় হলে খুলবো। ৩ই মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় সরকারি তোলারাম কলেজের নবীণ বরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি জানি না এর শেষ পরিণতি কী। আমি অবাক হই, পৃথিবীর অন্যদেশ যখন আমাদের দেশকে ছোট করে তখন আমাদের দেশের কিছু মানুষ হাততালি দেয়। আমরা যেই ব্রিটিশদের গোলামি করেছি ২০০ বছর, এখনো আমরা সেই মনোভাব থেকে বের হতে পারিনি। এসময় তিনি যুব সম্প্রদায়কে রাজনৈতিকভাবে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সামনে অনেক লড়াই আছে।

এমপি বলেন, দেশের জন্য ভালো কিছু করা উচিত। না বুঝে রাজনীতি করা উচিত না। রাজনীতিতে ভন্ডামির সংখ্যা বেশি। এদের কবলে পড়ে যেন জীবন অসুন্দর না হয় এজন্য জেনে বুঝে পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে অনুরোধ করবো, ট্যাক্সের টাকায় সিটি করপোরেশন চলে। তোলারামের জায়গায় হাত দেবেন না। এখানে মসজিদ হবে, ১০তলা ভবন হবে। কিছু কিছু মুখোশ উন্মোচন করার দরকার আছে। যারা নারায়ণগঞ্জে নানা কথা বলেন তারা হিসেব করে কথা বইলেন। আমি যদি মুখ খুলি তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবেন না। আমি বলবো না আপনারা ছাত্রলীগ করেন। আপনারা শুধু দেশকে ভালোবাসবেন। আমি আপনাদের মধ্যে তারুণ্য দেখি না। যখন গরীব শ্রমিকের পেটে লাথি মারা হয় তখন কোথায় থাকে ছাত্র সমাজ ? আমি সাহস দেখে অবাক হই, এরশাদ সাহেব আমাদের জায়গা দখল করতে আসলো। একটা ছাত্রকেও তারা সরাতে পারেনি। উল্টো আমরা সেখানে মহিলা হোস্টেল তৈরি করেছি। আর এখন সিটি করপোরেশন এসে তোলারামের প্রস্তাবিত ভবনের জায়গায় পানির মোটর লাগাতে চায়। কী করবো বলেন ? পানির মোটর করবো নাকি ১০তলা ভবন ? ফিস ফিস করে কথা বললে হবে না। ছাত্র সমাজ এই দেশের পট পরিবর্তন করেছে। ফেসবুকে মিনমিন করে পরিবর্তন করতে পারবেন না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত। শামীম ওসমান অন্যায় করলে শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ানো আপনার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। যে সঠিক তার পক্ষে দাঁড়াতে হবে।

তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, উপাধ্যক্ষ শাহ্ মো: আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, তোলারাম কলেজের ভিপি ও সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ প্রমুখ।

সাংসদ শামীম ওসমান বলেন, আমার মনে হয়, যেই পরিস্থিতিতে আমি বক্তব্য দিতে দাঁড়িয়েছি। এইরকম অবস্থা আমার জীবনে খুব কম সময়ই হয়েছে। আমি কী বলবো এবং কেন বলবো আমি নিজেই জানি না। আমি আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না। আমি যদি মিথ্যা বলি তাহলে আমি আমার ছেলে মেয়েদের কাছে যেমন ছোট হবো বাবা হিসেবে, তেমনি আপনাদের সামনে মিথ্যা বললে আমি নিজেকে মাফ করতে পারবো না। সরি টু সে, আপনাদের সামনের ভবিষ্যৎ এত সুন্দর না। সামনে অনেক লড়াই আছে।

add-content

আরও খবর

পঠিত