নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে সেরু আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু। ২রা মার্চ বুধবার রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার শাহজাহান রুলিং মিল এলাকায় কমলাপুর রেল ষ্টেশন থেকে ছেড়ে আসা চাষাড়াগামী একটি ট্রেনে চাপা পরে মারা যায় সে।
শাহজাহান রোলিং মিলস্ এলাকায় নিহত সেরু আলম নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামের আলাল মিয়ার পু্ত্র। সে স্থানীয় একটি গার্মেন্টসের সুইং অপারেটর হিসেবে কাজ করতো এবং তারা তিন ভাই শাজাহান রোলিং মিলস এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে নিহত সেরু আলম শারজাহান রোলিং মিলস্ বাজারের সামনে ট্রেন লাইনের উপরে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো। এমন সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জে একটি ট্রেন যাচ্ছিলো। তা দেখে নিহত সেরু আলম ট্রেন লাইন থেকে সরে পাশে থাকা পাথরের উপর যাচ্ছিলো। সে সময় তার হাতে থাকা মোবাইল ফোনটি ট্রেন লাইনের পাশে পরে গেলে সে ফোনটি তুলতে গেলে ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মাথা ট্রেনের নিচে চলে গেলে মাথা কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, স্থানীয় এলাকার এক বাসিন্দা জানান, গত ১ মাসে তিনটি দূর্ঘটনার স্বাক্ষী শাহজাহান রোলিং মিলস রেললাইন এলাকাবাসী। ডাবল রেললাইন প্রজেক্টের জন্য বিগত কয়েক বছর যাবৎ রেল লাইনের পার্শ্ববর্তী রাস্তায় পাথর ফেলে রাখা হয়েছে। কাজের কোন অগ্রগতি নেই। মানুষের চলাচলের রাস্তা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় ফেলে রাখা পাথর অথবা রেল লাইনের উপর দিয়ে শিল্প কারখানাবেষ্টিত এই এলাকার লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যার ফলে শাহজাহান রোলিং মিল এলাকায় এক মাসে ৩ টা ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটলো। সামনে হয়তো আরও ঘটবে। আমরা এর স্থায়ী সমাধান চাই। এই পাথর স্থানান্তর করে এলাকাবাসীর চলাচল উপযোগী রাস্তা চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি।