নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশনের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান আয়োজনে পালন করছে নারায়ণগঞ্জ ইউনিট। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২৮শে ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪ টায় পঞ্চবটী বন বিভাগ সংলগ্ন এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন নারায়ণগঞ্জ ইউনিটের নিজস্ব কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পালন করা হয় সংগঠনটির জন্মদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো.হাবিবুর রহমান। বেকা নারায়ণগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি ফারুক আহম্মদ রিপন, যুগ্ন সম্পাদক শাহেদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক হাজী নূরে আলম, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক আসাদুল্লাহ মিনার, প্রচার সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সদস্য জিয়াউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদস্য কাজী নজরুল ইসলাম, আলিফ খন্দকার, আল হেলাল, শাহীনা আক্তার ঝুমা, জহিরুল ইসলাম মোবারক, জহির হোসেন, আবু, তাইয়্যেব শাওন, জুয়েল হোসেন সহ প্রমুখ ক্যাডেটবৃন্দ।
আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ :
১) আগামী রমজানের প্রথম ইফতার মাহফিলের আয়োজন করা হবে ।
২ ) মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোরআন তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে ।
৩ ) ১৫ জন এতিম বাচ্চাকে ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় উপহার প্রদান করা হবে ।
৪ ) সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ এর ক্যাডেটদের মধ্যে হামদ্ ও নাথ প্রতিযোগিতার আয়োজন করা হবে ।
এসময় যুগ্ম সম্পাদক মো : শাহেদুল হক সুমন কে ইফতার মাহফিল ও কোরআন প্রতিযোগিতার চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত সকলের মধ্যে ৪০ বছর পূর্তি উপলক্ষে লোগো সম্বলিত মাস্ক বিতরণ করা হয়