জেদ্দায় কাউন্সিলর খোরশেদ ও শকুকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : সৌদি আরবের জেদ্দাস্থ ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে চতুর্থ বারের মতো নির্বাচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও কাউন্সিলর শওকত হাসেম শকুকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গত ২৪শে ফেব্রুয়ারি সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন।

আরো বক্তব্য রাখেন সমন্নয়ক কমিটি, সৌদি আরব বিএনপি (প:) এর আহবায়ক একে আজাদ যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব শাহজাহান, জেদ্দা মহানগর বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি রওশন জামীল শিপু, যুবদলের সভাপতি বাহারউদ্দিন বাদল, শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান শীপন, ওলামা দলের সভাপতি আব্দুল্লাহ, প্রস্তাবিত সাধারন সম্পাদক আমজাদ হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, জামাল উদ্দিন, জাফর মজুমদার, মুক্তিযোদ্ধা এরফান আলী, কুমিল্লা ফোরামের নাসির সরকার, যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সমন্নয়ক সাহাওয়াত, আলভী, সালাউদ্দিন, অনলাইন যোদ্ধা সোনার বাংলা স্বপন, ঢাকা বিভাগীয় ফোরাম সহ অন্যান্য ফোরাম, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মকবুল মৃধা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার বিনা অপরাধে অন্যায় ভাবে আটকে রেখে বিনা চিকিৎসায় হত্যা করতে চেষ্টা করছে। অচিরেই আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী জুলুমের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। তিনি করোনাকালীন সময়ে মানুষের পাশে দাড়ানোয় ও চতুর্থ বারের মত আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে নাসিকের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও শওকত হাসেম শকুকে অভিনন্দন জানান।

add-content

আরও খবর

পঠিত