নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একে.এম শামীম ওসমান বলেছেন, আপনারা কেউ শরীরের শক্তি দেখাবেন না, ওই শক্তির কোন দাম নেই। মানুষের দোয়ার চেঁয়ে বড় শক্তি আর নেই। আমি সবার কাছে অনুরোধ করবো যাদের মা বাবা বেঁচে আছে তাদের প্রতি দায়িত্ব পালন করেন। বিশ্বাস করেন মা ও বাবা যদি বেঁচে থাকে এবং আপনার প্রতি তারা খুশি হয় তাহলে পৃথিবীর কোন শক্তি নেই ইনশা আল্লাহ তাকে ঠেকিয়ে রাখবে। শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি বিকালে নাসিম ওসমান মডেল হাই স্কুলে পুরান বন্দর যুব সমাজের উদ্যোগে মরহুম আলহাজ্ব সাইফুউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুনামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, আমরা কেন জানি মনে হয় মানুষ এই দুনিয়াতে অতি অল্প সময়ের জন্য এসেছে। আমার মনে হয় দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। যেকোন সময় হয়তো চলে যেতে পারি। দুনিয়াতে একটাই সত্য আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা কবরে কি নিয়ে যাবো আমাদের সাথে তো কেউ থাকবে না একদম একা থাকতে হবে।
বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোশিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তুা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দোলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, যুবলীগ নেতা খান মাসুদ সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ান দল পুরান বন্দর স্বপ্ন রাঙ্গাই এর হাতে পুরস্কার তুলে দেন সাংসদ শামীম ওসমান।
আলহাজ্ব সাইফুউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুনামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দুবাই প্রবাসী জামির হাসান ও বন্দর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার চাঁন শরীফ প্রধান, সার্বিক তত্বাবধানে নারায়ণগঞ্জ জজ কোর্টের এড. তাজুল ইসলাম মোল্লা।