নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন। ২১শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এরপর ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায় মুক্তিযোদ্ধা, ভাষা বীরদের পরিবার, সংসদ সদস্যের পক্ষে নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের পক্ষে নাসিক কাউন্সিলরগণ, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষে কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এদিকে, শ্রদ্ধা জানাতে সকাল থেকেই একে একে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের র্দীঘ লাইন দেখা যায়। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনসহ সব বয়সের মানুষ শ্রদ্ধার্ঘ অর্পণ করতে আসলে শহীদ মিনার প্রাঙ্গন লোকারন্য হয়ে যায়। এছাড়াও জেলা পরিষদ, এলজিইডি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক অফিস, চেম্বার অব কমার্স, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির অঙ্গসংগঠন, বার এসোসিয়েশনের সদস্যরা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।