নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ৪, ০, ১, ৯, ০, ০, ১, ৩২, ৫, ১৩, ২ সংখ্যাগুলি একটি দলের ব্যটিং স্কোর। দলটি খানপুর ক্রিকেট একাডেমী। ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগের ৮ই ফেব্রæয়ারি মঙ্গলবার ম্যাচে প্রতিপক্ষ প্রাইম রাইজিং ক্রিকেট একাডেমীর বিপক্ষে খেলতে গিয়ে উপরের সংখ্যার স্কোর করে খানপুরের দলটি ৮৫ রানে অলআউট।
মঙ্গলবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সকালে টস জিতে খানপুর ক্রিকেট একাডেমীর অধিনায়ক প্রথমে ব্যাট করতে নামেন। কিন্তু এক পর্যায়ে তাদের স্কোর ৫০ পার হয় কিনা সন্দেহ ছিল। হাসান ৮ নম্বরে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ৩২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আবদুল্লাহ আল মুকিত। হাসান ৩ চার ও ১ ছয়ে করেন ৩২ রান। মুশফিকুর ১ চারে ৯ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ১৮ রান। প্রাইম রাইজিংয়ের আসফি ৫ রানে তুলে নেন ৫ উইকেট। জবাব দিতে গিয়ে ৪ উইকেট খুইয়ে ৮৮ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম রাইজিং। ২২.৩ ওভারে তারা এ রান করেন। জিদান তৌহিদ ৫৭ বলে ৬ চারে ৪২ রানে অপরাজিত থাকেন। ফয়সাল ও জিহান করেন ৮ করে। হাসান ব্যাট হাতে সর্বোচ্চ রাননের পর ২ উইকেট তুলে নেন প্রতিপক্ষের।
সংক্ষিপ্ত স্কোর :
খানপুর ক্রিকেট একাডেমী : ৮৫/১০(৩১.৪ ওভার) হাসান ৩২, আব্দুল্লাহ আল মুকিত ১৩, মুশফিকুর-৯। অতিরিক্ত-১৮। আসফি ৫/৫, ফয়সাল-২/১৪, অভ্র নীল-১/৫, জিদান-১/২২, সিফাত-১/৫।
প্রাইম রাইজিং ক্রিকেট একাডেমী : ৮৮/৪ (২২.৩ ওভার) জিদান-৪২, ফয়সাল-৮, জিহান ৮। অতিরিক্ত-২০। হাসান ২/১৪। আম্পায়ার : বিজন ও শাহজাহান। স্কোরার : নাসির ।
আজ ৯ই ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স (ক্রিকেট গ্রাউন্ড) এ খেলা ইশান-বাবু ক্রিকেট একাডেমী ও ইয়ুথ এনার্জেটিক সোসাইটি।