নারায়ণগঞ্জ দেশের অর্থনীতির মূল শক্তি : ডিসি মঞ্জুরুল হাফিজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার নবাগত (নতুন) জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ বলেছেন, নারায়ণগঞ্জ দেশের অর্থনীতির মূল শক্তি। এখানে বেশির ভাগ ইন্ডাস্ট্রি। আমরা ইন্ডাস্ট্রি বন্ধ করলে কোটি মানুষের ভাত জুটবে না। শহর বন্ধ করলে অনেকের খাবার জুটবে না। কারণে আমাদের টিকা নিতে হবে। এটা আমরা বুঝি তারপরেও টিকা নেই না। আজ ৭ই ফেব্রুয়ারি সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৮নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসকল কথা বলেন তিনি।

জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ বলেন, আপনারা জেনেছেন যে টিকা নিতেই হবে। প্রথমে টিকা নেবেন আপনি বাঁচার জন্য। পরে নেবেন আপনার পরিবারের জন্য এবং তৃতীয়টি নেবেন আপনার পরিবেশ এলাকার জন্য  সবার জন্য। নারায়ণগঞ্জে ৭০ থেকে ৮০ লাখ মানুষ আছে কেবল ২০ লাখ মানুষকে টিকা দিয়েছি। ধরলাম ১২ বছরের নিচে ২০ লাখের মত আছে। তাহলে আরও তো ৩০৪০ লাখ বাকি। মানুষগুলো যদি করোনা নিয়ে ঘুরতে থাকে, আপনি যতই টিকা নেন আপনি নিরাপদ নন।

তিনি আরও বলেন, প্রথমে সবাই মনে করতো আমার করোনা হবে না। অন্যের হচ্ছে হোক, আমি সাবধানে আছি। কিন্তু করোনা আপনার ভেতরেও আসতে পারে। সারা বাংলাদেশের করোনা যোদ্ধারা এখন মোটামুটি এক্সপার্ট। তবে আমাদের খেয়াল রাখতে হবে, টিকা না নিলে মার্কেট, হোটেল, গাড়ি, ট্রেনসহ সব বন্ধ হবে। সব বন্ধ হলে দেশ কীভাবে চলবে ? আমরা যদি শতভাগ টিকা নেই, তাহলে করোনায় কিছু বন্ধ হবে না।

add-content

আরও খবর

পঠিত