নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইন মামলায় মো.সাইফুল ইসলাম (৪৯) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ২৫শে জানুয়ারি মঙ্গলবার দুপুর ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাই কাশারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাই কাশারী এলাকার বাসিন্দা মৃত তারা মিয়ার ছেলে।
২৫শে জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী তার চক্রের সদস্যদের সহায়তায় ও প্ররোচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন ও জন নিরাপত্তা বিঘ্ন করার উদ্দেশ্যে জনসাধারণ বা জন সংগঠনের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের উদ্দেশ্যে আঘাত করে জখম ও যানবাহনে অগ্নিসংযোগ করে। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২৫শে জানুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাই কাশারী এলাকা হতে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।