নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ২৩শে জানুয়ারি রবিবার গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। এর আগে ২২শে জানুয়ারি শনিবার দিবাগত রাতে ঢাকার গুলিস্তান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলো : মো. সবুজ (২১), মো. শাকিল (২৬) এবং মো. জাহিদুল ইসলাম (২৫)।

গ্রেফতাকৃত আসামী মো. সবুজ মুন্সিগঞ্জ জেলার লৌহগঞ্জ থানার কলমা এলাকার শাহজাহান মালদের ছেলে, মো. শাকিল পটুয়াখালীর কলাপাড়ার রহমতপুর এলাকার মো. কামালের ছেলে এবং মো. জাহিদুল ইসলাম শরীয়তপুরের সখীপুরের চরপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে।

উল্লেখ্য, এরআগে গত ১৯ই জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে আনন্দভ্রমনগামী একটি বাসের যাত্রীরা। এ ঘটনায় গত ২০শে জানুয়ারি শুক্রবার দুপুরে সুফিয়ানের চাচা মো. জজ মিয়া বাদী হয়ে গাড়ীর ড্রাইভার-হেলপারসহ ২০/২৫ জনকে দায়ী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত মো. আবু সুফিয়ান (৩৫) মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ী পুকুরপাড় এলাকার মৃত গোলজার হোসেন বকুলের ছেলে।

add-content

আরও খবর

পঠিত